পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) কর্তৃক রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি,আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলাসহ বান্দরবানে চলমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতাদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ এপ্রিল) স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতির ইনস্টিটিউট অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তি প্রতিষ্ঠা কমিটির সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।অনুষ্ঠানে অতিথিরা বলেন,শান্তির আলোচনা চলাকালে কেএনএফের সদস্যরা ব্যাংক ডাকাতি,অস্ত্র লুট,অপহরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়েছে সেটা খুবই খারাপ কাজ করেছে।তাদের এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপের জন্য সাধারণ জনগণ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে।গ্রাম ছাড়া হয়েছে অনেক পরিবার।কেএনএফ সন্ত্রাসীদের ধরতে ইতোমধ্যে পাহাড়ে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে।
নিরীহ জনগণ যাতে হয়রানির শিকার না হয় সে দিকে লক্ষ্য রেখে মূল সন্ত্রাসীদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।বক্তারা কুকিচিন সন্ত্রাসীদের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করে আলোচনার মাধ্যমে শান্তির পথে ফিরে আশার আহ্বান জানানো হয়।মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা কমিটির সদস্যরা, বান্দরবানের বাঙ্গালীসহ ১১ জনগোষ্ঠীর প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।