বান্দরবানে জাতীয় পুষ্টি সপ্তাহ-২৩ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭ই জুন) সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে এই পুষ্টি সপ্তাহ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।এসময় স্থানীয় সরকার বিভাগ এর উপপরিচালক মো.লুৎফুর রহমান,সিভিল সার্জন ডা.নীহার রঞ্জন নন্দী,পরিবার পরিকল্পনা বিভাগ এর উপপরিচালক ডা.অং চালু মারমা,বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এবার দিবস এর প্রতিপাদ্য করা হয়েছে ”মজবুত হলে পুষ্টির ভিত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত”।বান্দরবানে পুষ্টি সপ্তাহ বাস্তবায়ন করছে স্বাস্থ্য বিভাগ।সভায় বক্তারা বলেন পুষ্টি হলো মানুষের শরীরের মৌলিক প্রয়োজনীয়তা।স্বাস্ত্যকর জীবনযাপনের জন্য পুষ্টি অত্যন্ত প্রয়োজনীয়।জীবনের শুরু থেকেই সুস্থভাবে বেঁচে থাকার জন্য ভারসাম্যপূর্ণ ডায়েটের বেশী প্রয়োজন।শারীরিক বৃদ্ধি থেকে শুরু করে মানসিক বিকাশের জন্য অপরিহার্য হলো এই পুষ্টি। মানুষ যাতে তার শরীরে প্রয়োজনীয় পুষ্টির চাহিদা সম্পন্ন করতে পারে সেই সম্পর্কে জনগনকে অবগত করাই হলো পুষ্টি সপ্তাহ-২০২৩ পালনের মুল লক্ষ্য।