বান্দরবানে গরীব,অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন তুর্কি দিয়ানেট ফাউন্ডেশন। বুধবার (১১ জানুয়ারি) সকালে স্থানীয় রাজার মাঠে বান্দরবান পৌরসভার আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯টি ওয়ার্ডের ১ হাজার জন শীর্তাতদের মাঝে এসব শীত বস্ত্র বিতরণ করেন পার্বত্যমন্ত্রীর সহধর্মীনী মে হ্লা প্রু মার্মা।এসময় তিনি বলেন,শীতবস্ত্র বিতরণ গরীবদের প্রতি কোন করুণা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব।তুর্কি দিয়ানেট ফাউন্ডেশনের কার্যক্রমে সহায়তা দানকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,পৌর সচিব তৌহিদুল ইসলাম,তুর্কি দিয়ানেট ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর আফজাল রহমান,তথ্য ব্যবস্থাপনা সমন্বয়কারী মোহাম্মদ আবসের বিন আলী ও ত্রাণ সমন্বয়কারী বুরহান বিন আরমান উপস্থিত ছিলেন।