

বান্দরবান অফিসঃ-নানা আয়োজনে পার্বত্য জেলা বান্দরবানে শান্তি চুক্তির ২১ বছর পূর্তি পালিত হচ্ছে।আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।এদিকে শহরের রাজার মাঠে জেলা পরিষদ,জেলা প্রশাসন ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এতে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোঃ জহিরুল হক, সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নুরুল আমিন, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, সিভিল সার্জন ডা: অংশৈ প্রু পৌর মেয়র ইসলাম বেবী, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্দি দাশ প্রমুখ।
সেনা রিজিয়নের উদ্যোগে বান্দরবানের গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।