

বান্দরবানে গরীব ও অসহায় ১২ পরিবারকে ঘর নির্মাণ করার জন্য টেউটিন প্রদান করেছে রোটারি ক্লাব অব বান্দরবান।সোমবার (১৪ মার্চ) সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে রোটারি ক্লাব অব বান্দরবান এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সুবিধা বঞ্চিত ১২ পরিবারের হাতে এই টেউটিন তুলে দেন।এসময় জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজী বলেন,রোটারি ক্লাব অব বান্দরবান গরীব অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে সবসময়।এই ধরনের উদ্যোগ এককথায় প্রশংসনীয়।জেলা প্রশাসক রোটারী ক্লাব অব বান্দরবানের উদ্যোগকে স্বাগত জানিয়ে আরও বলেন,ক্লাবটি সাধারন মানুষের বিশেষ করে অসহায় ও দরিদ্রদের পাশে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানাই।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.শেখ ছাদেক,রোটারি ক্লাবের গর্ভনর আবু ফয়েজ খান চৌধুরী,রোটারী ক্লাব অব বান্দরবানের প্রেসিডেন্ট মো.মহিউদ্দিন, রোটারী ক্লাব অব বান্দরবানের সেক্রেটারী তরুণ কান্তি দাশ,রোটারিয়ান আনিসুর রহমান সুজন, রোটারিয়ান মো.খলিলুর রহমান সোহাগ, রোটারিয়ান মো.ফারুখ আহম্মেদ চৌধুরী, রোটারিয়ান সুজন চৌধুরী সনজয়সহ রোটারী ক্লাব অব বান্দরবানের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।