

বান্দরবানে রেডক্রিসেন্ট এর উদ্যোগে যুব সমাবেশ-২২ এর বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।শনিবার (১৭ সেপ্টেম্বর) অরুন সারকি টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পিপিএম,কারিতাস এর নির্বাহী পরিচালক সেবাস্টিয়ান রোজারিও,যুব ও সেচ্ছাসেবক বিভাগ এবং ডিজেস্টার রেসপন্স এর পরিচালক মো.মিজানুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বান্দরবান রেডক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারি অমল কান্তি দাশ।অনুষ্ঠানে মন্ত্রী বীর বাহাদুর বান্দরবান রেড ক্রিসেন্ট এর এমন উদ্যোগ কে স্বাগত জানিয়ে রেডক্রিসেন্ট এর নানা মহতী কার্যক্রম নিয়ে দীর্ঘ স্মৃতিচারণ করেন।পাশাপাশি তিনি রেডক্রিসেন্ট এর যুব ছেলেমেয়েদের বীর সেনানী আখ্যায়িত করে বলেন,নির্ভয়ে নির্দ্বিধায় সাহস নিয়ে কোনও প্রকার সুযোগ সুবিধা না নিয়ে যেকোনও বিপদে আপদে বান্দরবান জেলার আনাচে কানাচে ছুটে গেছে যুব রেডক্রিসেন্ট এর ছেলেমেয়েরা।তোমাদের কে আমি স্যালুট জানাই।
এদিন বিভিন্ন সময়ে রেডক্রিসেন্ট এর মানবিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় জন্য জেলা ও উপজেলার ভলান্টিয়ারদের মাঝে কৃতী স্বারক হিসেবে মেডেল তুলে দেন মন্ত্রী বীর বাহাদুর।
এছাড়াও অনুষ্ঠানে রেডক্রিসেন্ট সোসাইটি,বান্দরবান ইউনিট এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,ভলান্টিয়ার এবং বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট আয়োজিত এই যুব সমাবেশে সহযোগিতা করেছে সক্ষমতা প্রকল্প।