বান্দরবানে রাত আটটার পর দোকান খোলা রাখায় বান্দরবান এর বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি এর নির্দেশে শহরজুড়ে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।বুধবার রাত ৮ টার পর দোকান খোলা রেখে সরকারি নির্দেশনা অমান্য করায় এই প্রতিবেদন লেখাকালীন সময় পর্যন্ত অন্তত চার দোকানিকে অর্থদণ্ড জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহনেওয়াজ মেহেদী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস।এছাড়াও অন্তত ১০ টি দোকান এর মালিককে সর্বোচ্চ সতর্ক বার্তা দিয়েছে জেলা প্রশাসন এর এই ভ্রাম্যমাণ আদালত।
এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহনেওয়াজ মেহেদী বলেন,সরকারি নির্দেশনা অমান্য করায় বান্দরবান বাজার ও ওয়াব্দাব্রীজ এলাকায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা ভঙ্গের অপরাধে বেশ কয়েক জন দোকানিকে অর্থদণ্ড সহ মামলা রুজু করা হয়েছে।সমগ্র জেলা জুড়ে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি এর নির্দেশে প্রশাসন এর এমন অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন,বিচ্ছিন্ন কিছু এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করার খবর আমরা পাচ্ছি সেসব এলাকাতেও অভিযান চলবে।এসময় ভ্রাম্যমাণ আদালত এর বিচারকরা অনেক দোকানিকে আইনের প্রতি শ্রদ্ধা ও আস্থা রেখে সরকারি নির্দেশনা মেনে চলার আহবানও জানান।