যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিশৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি সম্মান জানানো হয়।
এরপর সকাল ৮টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।এসময় পুলিশ সুপার সৈকত শাহীন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে কুলসুম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরাসহ সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ,আনসার ও ভিডিপি দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দলের অংশগ্রহণে মনোমুগ্ধকর শরীর চর্চা প্রদর্শন করা হয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ডিসপ্লে প্রর্দশন শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের পাশাপাশি নানা কর্মসূচির মাধ্যমে দিবসটিকে পালন করছে পার্বত্য জেলা পরিষদ, আওয়ামীলীগ এবং এর সহযোগী সংগঠনগুলো।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.