

পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে বান্দরবানে চারদিনব্যাপী মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রাই শুরু হয়েছে।আজ শনিবার সকালে উৎসবকে ঘিরে স্থানীয় রাজার মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর।
মারমা-চাকমা-ত্রিপুরা-মুরং সহ ১১টি সম্প্রদায়ের বিভিন্ন বয়সের হাজারো নারী-পুরুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় । শোভাযাত্রায় অনেকে নিজস্ব ঐতিহ্যর পোষাক পরিধান করে হাতে মোরগ,মুখোশ,বাঁশি,ঘুড়ি,হাতি প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।শোভাযাত্রা আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার।শোভাযাত্রা শেষে ইহকাল ও পরকালে সুখ-শান্তি লাভের জন্য বয়স্কদের উদ্দেশ্যে বয়স্ক পূজা করেন সকলে। আগামীকাল বিকেলে বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠান এবং ১৫ ও ১৬ তারিখ বিকেলে একে অপরের গায়ে পানি ছিটিয়ে নিজেদেরকে শুদ্ধ করে নিবেন মারমা জনগোষ্ঠীর যুবক-যুবতীরা ।