

বান্দরবান অফিসঃ-আজ ৯ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী।এ উপলক্ষে বান্দরবান জেলা মহিলাদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বিকেল ৩টায় ঐতিহাসিক বোমাং রাজ দরবারের মাঠে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।বান্দরবান জেলা মহিলা দলের সভাপতি কাজী নিরুতাজ বেগম এর সভাপতিত্বে এবং মহিলাদলের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম লিনার সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরী।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহসভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মুজিবুর রশীদ,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ,সিনিয়র বিএনপি নেতা ইসলাম কোম্পানি,ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দীন চৌধুরী,জাতীয়তাবাদী মহিলাদল বান্দরবান জেলা শাখার যুগ্ন-আহ্বায়ক হামিদা চৌধুরী,লামা পৌরসভার কাউন্সিলর ও জাতীয়তাবাদী মহিলা দল লামা সদর উপজেলা সভাপতি জোৎসনা বেগম, জাতীয়তাবাদী মহিলা দল লামা পৌর শাখার সাভাপতি ও লামা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা,সাবেক পৌর মহিলা কাউন্সিলর গীতা রাণী দে গুরাটুনি,ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত তঙচঙ্গ্যা,ছাত্রদলা নেতা আলাউদ্দীন আলো,আকবর,মিডিয়া দলের নেতা ওমর ফারুক জিহাদ,,মহিলা নেত্রী মোহছনা আক্তারসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার অবৈধ সরকার।এই অধৈদ সরকার আমাদের নেত্রী সাবেক প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দীর্ঘ ৭ মাস যাবত কোন অপরাধ ছাড়া জেলা খানায় আকট করে রেখেছে।এ সরকারের আমলে সারা দেশে হত্যা,গুম,খুন ও অপহরণ বেড়েই চলেছে।জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে।আওয়ামী লীগ গণতন্ত্র রক্ষায় সকল দলের অংশ গ্রহনে সহনশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি না করে বিএনপি দলকে ধ্বংস ও নির্মুল করার সেষ্টা করছে।বিএনপি দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেল জুলুম করে হয়রানি করছে।স্বাধীনতার পর বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।বিএনপি যেমন গণতন্ত্রকে লালন করে তেমনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করা সর্বদা প্রস্তুত।দেশের বহুদলীয় গণতন্ত্রকে রক্ষা করতে হলে অবৈধ ১০ম জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে সকল দলের অংশ গ্রহনে নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।