উৎসবমুখোর পরিবেশে প্রায় ৪০ হাজার খ্রিষ্টান সম্প্রদায় পার্বত্য জেলা বান্দরবানে বড় দিন উদযাপন করছে। কেক কাটা, প্রার্থনা ও প্রভু যিশুর গুনকির্তনসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এই উৎসব।
এ উপলক্ষে বান্দরবানের গির্জায় গির্জায় প্রার্থনার অয়োজন করা হয়। সকালে শহরের ফাতিমা রানী ক্যাথলিক গির্জা, কালাঘাটা গির্জা, প্রেস ব্যটেরিয়ান চার্চ ও লুসাই বাড়ি ব্যাপটিস্ট গির্জায় প্রার্থনার আয়োজন করা হয়।
ফাতিমা রানী গির্জায় প্রার্থনা করেন পালক পুরোহিত ফাদার ডমেনিক সরকার। অন্যদিকে ব্যাবটিস্ট গির্জায় প্রার্থনা করেন রেভারেন্ড ক্যশৈপ্রু খোকা। সেখানে আদিবাসী সম্প্রদায়ের নানা বয়সী খ্রিষ্টান ধর্মাবলম্বিরা অংশ নেয়।
প্রার্থনায় সকলের সুখ-শান্তি কামনা করা হয়। এ ছাড়া শহরের শহরের প্রেস ব্যটারিয়ান চার্চ, উজানী পাড়া টাইরানাস চার্চেও প্রার্থনায় অংশ নেয় বম, লুসাই এবং খ্রিষ্টান ধর্মাবলম্বী আদিবাসী সম্প্রদায়।
বড় দিন উপলক্ষে বান্দরবানের খ্রিষ্টান পল্লীগুলো এখন উৎসবমুখোর। পাড়ায় পাড়ায় চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, প্রভু যিশুর গুণ কির্তন ও প্রার্থনা।
বান্দরবানের চিম্বুক পাহাড়ের লাইমী পাড়া, ফারুক পাড়া গ্যস্বমনি পাড়া, শ্যরন পাড়া, রুমা, থানছিসহ বিভিন্ন এলাকায় খ্রিষ্টান সম্প্রদায়ের পাড়াগুলোতে বড় দিন উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য দেশের সবচেয়ে বেশি সংখ্যক খ্রিষ্টান সম্প্রদায় বসবাস করে পার্বত্য জেলা বান্দরবানে। তাই এখানে উৎসবও হয় আনন্দঘন পরিবেশে।