বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২২ অক্টোবর, ২০২৪ ১:২২ : পূর্বাহ্ণ 106 Views

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বান্দরবানের অন্যতম সমন্বয়ক আসিফ ইকবাল বলেছেন,বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিএনপি,জামায়াতসহ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে সরিয়েছে।ফ্যাসিস্ট আওয়ামী লীগ শক্তির উত্থান ঠেকাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাঠে আছে,থাকবে।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান পার্বত্য জেলার ব্যানারে দেশব্যাপী আওয়ামী লীগ,ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর,প্রশাসনিক ফ্যাসিস্ট আওয়ামী লীগ শক্তির উত্থান ও পুনর্বাসন প্রতিরোধে প্রশাসনে স্বৈরাচারের দোসরদের অপসারণের দাবিতে মশাল মিছিল করা হয়।পরে জেলার শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

এ সময় ছাত্র আন্দোলনের নেতারা বলেন,১৬ বছরের অন্যায়,অত্যাচার,কুকর্মের উপযুক্ত শাস্তি না পেয়ে সন্ত্রাসীরা বের হয়ে আসার চেষ্টা করছে।স্বৈরাচার ও তাদের দোসরদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।রাষ্ট্রপতি বলেছেন শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র নাকি উনার কাছে নেই।আমরা স্পষ্ট করে বলতে চাই ছাত্র-নাগরিক এবং দেশের সকল রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টায় গণঅভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে নামানো হয়েছে।সে পালিয়ে গেছে,তার কোনো বৈধতা নেই।

প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজ স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।এ সময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলার সমন্বয়ক আসিফ ইকবাল,আমিনুল ইসলাম আসিফ,আব্দুল্লাহ মাওয়াজ সানিম,জুবায়ের হোসেনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়করা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!