

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বৃষ্টি উপেক্ষা করে বান্দরবানের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দক্ষিণ চট্টগ্রাম এর সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।ঈদের প্রধান জামাত সকাল ৮টায় শুরু হয়।নামাজে ইমামতি করেন বান্দরবানের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ঈমামী।নামাজ শেষে খুতবা পড়েন তিনি।পরে তিনি দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন।ঈদগাহ্ মাঠের প্রস্তুতি এবং অন্যান্য সার্বিক বিষয়াবলী নিয়ে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন বান্দরবান এর জেলা প্রশাসক মোঃআসলাম হোসেন,জেলা পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার এবং বান্দরবান পৌর মেয়র মোঃইসলাম বেবী।বান্দরবান এর জেলা প্রশাসক ঈদ জামাতে আগত মুসল্লিদের বান্দরবান জেলা প্রশাসনের তরফ থেকে শুভেচ্ছা প্রদান করেন।
এর আগে ভারী বৃষ্টি উপক্ষা করে দূর-দূরান্ত থেকে ছোট বড় এবং শিশুরাও নতুন কাপড় পরে ঈদের জামাতে শরিক হতে ছুটে আসেন ঈদগাহ মাঠে। এর আগে ঈদের প্রধান জামাত উপলক্ষে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয় জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকায়।মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।ঈদের দ্বিতীয় প্রধান জামাতও সকাল ৯টায় বান্দরবানের কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হয়।