

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-“আসুন বিষন্নতা নিয়ে কথা বলি” এই প্রতিপাদ্যকে নিয়ে বান্দরবানে বিশ্ব স্বাস্থ্য দিবসের কর্মসূচি পালন করা হয়েছে।শুক্রবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে গিয়ে শেষ হয়।র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।শেষে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বান্দরবান স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।ডেপুটি সিভিল সার্জন ডা:অং সুই প্রুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা:উদয় শংকর চাকমা।এসময় অন্যান্যদের মধ্যে সিনিয়র সহকারি পুলিশ সুপার ইয়াছির আরাফাত,সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা:সমীরন নন্দী,জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোমা রানী বড়ুয়াসহ জেলার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা,সুস্থ ও সুন্দর জীবন গঠনের জন্য সঠিক নিয়মনীতি ও ডাক্তারের পরামর্শ মেনে চলার আহবান জানান এবং বিষন্নতা নিয়ে ডাক্তারদের পরামর্শ নেওয়ার আহবান ও জানান।