

বান্দরবান অফিসঃ-“ম্যালেরিয়া নির্মূলে প্রস্তুত আমরা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে বান্দরবানে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা,এনজিও কর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বান্দরবান সিভিল সার্জন অফিস প্রঙ্গনে গিয়ে শেষ হয়। বান্দরবানের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও শিশু বিশেষজ্ঞ ডা:আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃইয়াছিন আরাফাত,বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা:অং চা লু,ডাঃচিং সুই প্রু বাচিং,ব্রাক বান্দরবান এরিয়া ম্যানেজার মোঃ ওমর ফারুক সহ আরো অনেকে।প্রজেক্টরের মাধ্যমে ম্যালেরিয়ার মূল প্রবন্ধে উপর প্রেজেন্টেশন করেন সিভিল সার্জন অফিসের এমও ডাঃবেলায়ত হোসেন।সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা সা সুই চিং মার্মা।আলোচনা সভায় অতিথিরা বলেন,সঠিক চিকিৎসা,রোগ নির্ণয় ও সচেতনতার কারণে সারাদেশে ম্যালেরিয়া রোগ কমে আসলেও পার্বত্য চট্টগ্রামের তিন জেলা এখনও এ রোগের জন্য ঝূঁকিপূর্ণ।অন্যান্য রোগের চেয়ে ম্যালেরিয়া রোগ বান্দরবান,রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার বাসিন্দাদের জন্য আতংঙ্ক। তাই এই সব অঞ্চলে ম্যালেরিয়া রোধে বিশেষ পদক্ষেপ গ্রহন করার আহবান জানান স্বাস্থ্য বিভাগ গুলোকে।পরিশেষে সভাপতি বান্দরবানের থানচি ও অন্যান্য ম্যালেরিয়া প্রবণ ঝুকিপূর্ণ এলাকাকে চিহ্ন করে স্বাস্থ্য সেবার মান আরো উন্নত করার আহবান জানান।