সমাজসেবা অধিদফতরের উদ্যোগে বান্দরবান জেলায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন করা হয়েছে।শনিবার (২ এপ্রিল) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ডাঃ মো.শেখ ছাদেক এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং সমাজসেবা কনভেনিং কমিটির আহবায়ক তিং তিং ম্যা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মিলটন মুহুরী বলেন,আন্তর্জাতিকভাবে স্বীকৃত দিবসটি প্রতিবছর ২ এপ্রিল পালিত হয়।জন্মের ৩বছরের ভিতর যদি শিশুর বিকাশে কোন অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয় তাহলে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।তিনি বলেন বর্তমান সরকার সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে অটিজম ও স্নায়ুবিক বিকাশ জনিত সমস্য সমাধানে কাজ করে যাচ্ছে।সরকার নিউরোডেভেলপমেন্টাল প্রতিবন্ধীদের সুরক্ষায় এনডিডি ট্রাস্ট,পৃথক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট গঠন করেছেন।সমাজসেবা অধিদফতরের মাধ্যমে প্রতিবন্ধীদের জরীপ প্রক্রিয়া সম্পন্ন করে তাদের উপযোগি সহায়তা ও সহায়ক কর্মসূচি গ্রহণ করেছেন। বান্দরবান জেলায় ৪০জন এর মত অটিজম ব্যক্তি শনাক্ত হয়।তারা সমাজসেবা অধিদফতরের মাধ্যমে সহযোগিতা পাচ্ছেন।জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ডাঃ অং চা লু তাঁর বক্তব্যে বলেন,অটিজম এর কারণ এখনো সুষ্পষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি।তবে গর্ভকালীন ভ্রুণে সমস্যাগ্রস্ত হলে এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হয়ে থাকে।তিনি বলেন এসব বিশেষায়িত শিশুদের মধ্যে যে অন্তর্নিহিত প্রতিভা থাকে তাকে কাজে লাগানো গেলে তারা সমাজে উন্নয়ন কর্মকান্ডে অংশীদার হতে পারবে।তিনি গর্ভকালীন সময়ে মায়েদের ফলিকএসিড ট্যাবলেট গ্রহণের অনুরোধ জানান এবং নিরাপদ সন্তান ভূমিষ্ট করার জন্য প্রাতিষ্ঠানিক ডেলিভারির উপর গুরুত্ব প্রদান করেন।প্রধান অতিথি তিং তিং ম্যা বক্তব্যে বলেন, বর্তমান জনগণের সরকার দেশের প্রতিটি মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে।প্রতিবন্ধীরাও এতে বাদ নেই। প্রতিবন্ধীদের উপযোগি ভাতা,শিক্ষা উপবৃত্তি,অনুদান প্রভৃতি সহযোগিতা সরকার সমাজসেবা অধিদফতরের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিচ্ছেন।কাউকে পিছনে ফেলে নয় বরং সকলকে সাথে নিয়েই উন্নয়ন সরকার এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।সভাপতির বক্তব্যে ডাঃ মোঃ শেখ ছাদেক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন,মানুষের শরীরে লক্ষ-কোটি নিউরণের সংযোগ রয়েছে।এই সংযোগের কোন একটি অংশ ক্ষতিগ্রস্থ হলেই আমাদের শারিরীক মানসিক সমস্যা দেখা যায়। তিনি মায়েদের নিরাপদ প্রসব এর পাশাপাশি মেয়ে শিশুদের বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান।তিনি বলেন বান্দরবানে অটিজম রোগীর সংখ্যা অপেক্ষাকৃত কম হলেও সরকারের সহযোগিতা তাদের কাছে পৌঁছে দিতে হবে। তিনি বলেন “এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি” এই প্রতিপাদ্য নিয়ে করে সকলকে একযোগে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কাজ করতে হবে।সকালে জাতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সারাদেশে তা একযোগে প্রচার করা হয়।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য ও বান্দরবান পৌরসভার ৪,৫,৬ ওয়ার্ডের কাউন্সিলর এমেচিং।অনুষ্ঠানে অটিজম রোগী ও তাদের অভিভাবকবৃন্দ ছাড়াও সমাজসেবা অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অটিজম এর উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.