বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১৪ এপ্রিল, ২০২২ ১০:৪৮ : পূর্বাহ্ণ 366 Views

করোনার কারনে গত ২ বছর পাহাড়ের সাংগ্রাই উৎসব পালন করা না হলেও এবছর বান্দরবান পার্বত্য জেলায় জমকালো আয়োজনে শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব ‘বৈসাবি’।এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে (১৪ এপ্রিল) বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।বান্দরবানের জেলা প্রশাসন ও জেলা পরিষদের যৌথ আয়োজনে শোভাযাত্রাটি জেলাপ্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিভ্রমণ শেষে রাজার মাঠ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।শোভাযাত্রার শুরুতেই জেলা প্রশাসন চত্বরে উপস্থিত হয়ে রঙ বেরঙের বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্টানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাওছার হোসেন,পুলিশ সুপার জেরিন আখতার, বিপিএম,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান,সিভিল সার্জন ডা.নীহার রঞ্জন নন্দী,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ডা.মোঃ শেখ ছাদেক,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অশোক কুমার পাল,অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন,বান্দরবান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো.মামুনুর রশীদ,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) মো.কায়েসুর রহমান,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো.মাসুদুর রহমান রুবেল,নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাসসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রায় বান্দরবান পার্বত্য জেলায় বসবাসরত ১১ টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়,সকল সাংস্কৃতিক জোট,জেলার সকল দপ্তর এবং আপামর জনসাধারণের উপস্থিতি বৈসাবি উৎসবের সার্বজনীনতাকে বিশ্ব ও দেশবাসীর নিকট তুলে ধরা হয়।শোভাযাত্রা শেষে শহরের রাজার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,একটি সুখী,ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ নির্মাণের কথা উল্লেখ করে পার্বত্য এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবান জানান।পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর প্রতিটি মানুষকে বৈসাবির মৈত্রীময় শুভেচ্ছা জানান।এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ৭৫ এর কালো রাতে ঘাতকের বুলেটে শাহাদাৎ বরণকারী প্রতিটি সদস্যকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্বরণ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!