বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার (১১ অক্টোবর) হিলভিউ কনভেনশন হলরুমে জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো.নুরুজ্জামান সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।এসময় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্রগ্রাম রেঞ্জ এর উপ-মহাপরিচালক সাইফুল্লাহ রাসেল।এসময় পুলিশ সুপার সৈকত শাহীন,৩৭ আনসার ব্যাটালিয়ন এর পরিচালক জিয়াউর রহমা,৪ আনসার ব্যাটালিয়ন এর পরিচালক মো.কামাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এসময় প্রধান অতিথির বক্তব্যকালে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,দেশের প্রতিটি অঙ্গনে আনসার সদস্যরা ভূমিকা রেখে চলেছেন।আনসার বাহিনী সদস্যদের উপস্থিতি কোথায় নাই।আনসার বাহিনীর অবদান প্রতিটি শহর থেকে প্রতিটি জনপদে বিস্তৃত।সর্বত্র আনসার সদস্যরা দেশের কল্যানে কাজ করে যাচ্ছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য বাহিনীর ন্যায় আনসার বাহিনীকেও একটি মর্যাদাপূর্ণ অবস্থানে পৌছে দিয়েছেন।সু্যোগ-সুবিধা বাড়িয়েছেন।মন্ত্রী বীর বাহাদুর এসময় আনসার বাহিনীর ভূয়সী প্রশংসা করে আইনশৃঙ্খলা, দুর্যোগ মোকাবেলা সহ বিভিন্ন জরুরী প্রয়োজনে আনসার সদস্যদের ভূমিকার প্রতি ধন্যবাদ জানান।পরে তিনি আনসার সদস্যদের মাঝে সাইকেল ও ছাতা বিতরন করেন।