

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্তদের পুনবার্সনে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ন্ডভিশন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউকেএইড এর বরাদ্দকৃত এক কোটি তিন লক্ষ বিতরণ শুরু হয়েছে।আজ (বৃহস্পতিবার) সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন পরিষদে ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে নগদ টাকা,ঢেউটিন ও বিভিন্ন দ্রব্যাদি বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। ইমারর্জিন্সী রেসপন্স কার্যক্রমের আওতায় বান্দরবান পৌরসভা ও সদর উপজেলার ৫টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১৪০০ পরিবার এ সুবিধা পাচ্ছে।ওয়ার্ভভিশনের পার্টনার এনজিও বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এর নির্বাহী পরিচালক হ্লাসিং নু জানান,সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ২ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণে নগদ পাঁচ হাজার টাকা হারে সহায়তা পাচ্ছেন।
এছাড়া খাদ্য পুষ্টি ও নিরাপত্তার জন্য পরিবার প্রতি নগদ তিন হাজার টাকা হারে প্রদান করা হচ্ছে।ক্ষতিগ্রস্তদের মাঝে সাবান,স্যানিটারি প্যান্টি প্যাড,টর্চ লাইট ও পানির ট্যাংক বিতরণের সিন্ধান্ত নেয়া হয়েছে।মোবাইল ব্যাকিং এর মাধ্যমে ক্ষতিগ্রস্তদের একাউন্টে টাকা পাঠানো হবে।এজন্য প্রত্যেকের জন্য ইতোমধ্যে বি-ক্যাশ একাউন্ট খোলা হয়েছে।ত্রাণ সামগ্রি বিতরণকালে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন,প্রতিবছর অতি বৃষ্টিতে বান্দরবান বন্যা কবলিত হয়।এর একটি স্থায়ী সমাধানে আসা দরকার। তিনি বলেন,অনেকে পাহাড়ের পাদ দেশে ঝুঁকি নিয়ে বসবাস করেন এতে জানমালের ক্ষতির সম্ভাবনা থেকে যায়।তিনি ওয়ার্ন্ডভিশনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন,বন্যার্তদের জন্য স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করে তাদের পুনবার্সন করা জরুরী হয়ে পড়েছে।
তিনি বিতরণকৃত ঢেউটিন যথাযথ ভাবে ব্যবহারের উপর গুরুত্বারোপ করে বলেন,অনেকে ঢেউটিন বিক্রি করে নগদ টাকা প্রাপ্তিতে বেশ খুশী।এতে দাতাসংস্থা সাহায্য প্রদানে নিরুৎসাহিত হন বলে প্রতিমন্ত্রী মন্তব্য করেন।ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল রহিম চৌধুরী এবং জেলা রেড ক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সহ দাতা সংস্থা ওয়ার্ন্ডভিশনের আঞ্চলিক পরিচালক অঞ্জলি জেসিন্তা কস্তাসহ সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃতানভিন আজম সিদ্দিকী সভায় সভাপতিত্ব করেন।পরে রেডক্রিসেন্ট সোসাইটির কর্তৃক সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্তদের মাঝেও গৃহনির্মাণ সামগ্রি বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্তণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।