বান্দরবান এ জেলা পুলিশের পক্ষ থেকে সদর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে এই মানবিক সহায়তা বিতরণ করা হয়।এসময় চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি নুরে আলম মীনা বিপিএম (বার),পিপিএম ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে পুলিশের পক্ষ থেকে মানবিক সহায়তা তুলে দেন।বান্দরবান সদর থানাধীন আর্মি পাড়া,বালাঘাটা এবং উজানিপাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
পুলিশ সুপার সৈকত শাহীন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.শাহ আলম এসময় উপস্থিত ছিলেন।পুলিশ এর এক প্রেস বিজ্ঞপ্তি তে জানানো হয়,বাংলাদেশ পুলিশের আইজিপি ড.চৌধুরী আব্দুল্লাহ্ আল মামুন,বিপিএম (বার) পিপিএম,পুলিশ সার্ভিস এসোসিয়েশন এবং বান্দরবান জেলা পুলিশ এর সৌজন্যে এই মানবিক সহায়তা বিতরন করা হচ্ছে।
মানবিক সহায়তার প্রতিটি প্যাকেটে ছিলো ১৫ কেজি চাল,১ কেজি ডাল,১ কেজি তেল,১ কেজি চিনি,১ কেজি চিড়া,১কেজি লবন,২কেজি আলু,মোমবাতি ও দিয়াশলাই।পুলিশের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বান্দরবান জেলা পুলিশ।
এছাড়াও রুমা উপজেলায় ৪০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই মানবিক সহায়তা বিতরন করা হবে হবে জানা গেছে।
বিস্তারিত আসছে….