

“ সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে ২৭তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে গতকাল সোমবার সকালে একটি র্যালী বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবার আয়োজনে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে এসময় সিভিল সার্জন ডা: অংসুই প্রু, জেলা সমাজ সেবা কর্মকর্তা মিল্টন মুহুরীসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও প্রতিবন্ধী শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা নিজেরাই এখন স্বাবলম্বী হচ্ছে। তাদের প্রতি একটু আন্তরিক হলে ও তাদের সহযোগিতা করলেই তারা আরো ভাল কাজ করতে পারবে। এসময় তিনি সকল প্রতিবন্ধীদের সবাইকে সহযোগিতা করার অনুরোধ করেন।