

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বান্দরবানে রচনা,চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান পৌর শাখার আয়োজনে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় তিনটি বিভাগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত হয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়।পরে বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ,সাধারণ সম্পাদক জনী সুশীল,ছাত্রলীগের পৌর শাখার আহবায়ক মো:ইসমাইল,সদস্য সচিব কাজী আশরাফ হোসেন আশু,সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ কুমার নাথসহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা।অনুষ্টানে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে আগামীতে সুন্দর বাংলাদেশ গড়তে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।