

বান্দরবানে মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী সময়ে কর্তব্যরত অবস্থায় শহীদ হওয়া পুলিশের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে।গতকাল শুক্রবার (১ মার্চ) সকালে বান্দরবান পুলিশ লাইনে শহীদ পুলিশের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বান্দরবান পুলিশ সুপার মোঃ জাকির হোসেন মজুমদার। এসময় লাইনে দাড়িয়ে একের পর এক ফুল দিয়ে শ্রদ্ধা জানান বান্দরবানে কর্তব্যরত সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। পরে তাদের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত করা হয়।এসময় বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজওয়ান, বান্দরবান সদর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম, ওসি তদন্ত মোঃ এনামুল হক ভুইয়া, ওসি ডিবি মোঃ সাত্তার হোসেন, ট্রাফিক ওসি মোঃ সালাউদ্দিন মামুনসহ বান্দরবানে কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সুপার বলেন, বিভিন্ন সময় আমাদের দেশে পুলিশ দায়িত্ব পালন করার সময় তাদের জীবন দিয়ে দেশকে রক্ষা করেছে। দেশের মা বোনের ইজ্জত রক্ষা করেছে। কঠিন পরিস্থিতিতে তাদের জীবনের পরোয়া করেনি। আজ আমরা সেসব সাহসী পুলিশের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পাল ন করছি। এসময় তিনি সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের গুরুত্বের সাথে তাদের দায়িত্ব পালন ও শহীদদের জন্য দোয়া করার অনুরোধ জানান।