

ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবান পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভাপতি সোহানা তারিক এর শুভেচ্ছা উপহার পেয়েছে ক্ষুদে কোরআনে হাফেজরা।বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে পুনাক সভাপতি সোহানা তারিক নিজ হাতে কোমলমতি কোরআনে হাফেজদের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে নতুন পোশাক ও চকোলেট বিতরন করেন।এসময় বান্দরবানের পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম পিপিএম উপস্থিত ছিলেন।জানা যায়,পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিতে পুনাক সভাপতি সোহানা তারিক এর উদ্যোগে এমন আয়োজন।এসব কোমলমতি শিশুরা যাতে সুন্দরভাবে ঈদ এর আনন্দ উপভোগ করতে পারে সেই লক্ষ্যে তিনি এমন আয়োজন করেছেন।এছাড়াও ফলমুল বিতরন করেন পুনাক সভাপতি।অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী,পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.শাহ আলম সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।এবিষয়ে, ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এর প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো.আব্দুস সুবহান বলেন,পুনাক সভাপতি এর এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
আমার মাদ্রাসার কোমলমতি কোরআনের পাখিরা নতুন পোশাক পেয়েছে এবং তাদের ঈদ টি অনেক আনন্দে পরিপুর্নতা লাভ করেছে।এসময় তিনি বলেন,অতীতেও বান্দরবান জেলা পুলিশের বিভিন্ন সহযোগিতার কথা উল্লেখ করে বান্দরবান জেলা পুলিশকে ধন্যবাদ জানান।