সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-প্রবল বর্ষণ ও পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিহত হয়েছে।এ নিয়ে পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।সকাল সাড়ে ১০টার দিকে লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম ৭ নং ওয়ার্ডের কালাইয়ার আগা এলাকায় পাহাড় ধসে নিহতরা হলেন—মো.হানিফ (৩৫),তার স্ত্রী রেজিয়া বেগম (২২) এবং নাতনী হানিফা বেগম (৩)।
অন্যদিকে বেলা ১২টার দিকে জেলা শহরের কালাঘাটা এলাকার বড়–য়ার টেক এলাকায় পাহাড় ধসে প্রতিমা রাণী দে (৪০) নামে এক নারী নিহত হন। স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর সদস্যরা মাটি সরিয়ে লাশ উদ্ধার করে। গত ২৪ ঘণ্টায় বান্দরবানে প্রবল বর্ষণ হচ্ছে। এছাড়া পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
জেলা প্রশাসক মো.আসলাম হোসেন জানান,প্রবল বর্ষণে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু হয়েছে।ক্ষয়ক্ষতি কমাতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।জেলা শহর ও রুমা উপজেলার বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।বান্দরবান-রুমা সড়কের দলিয়ান পাড়ার কাছে সকালে সড়কের উপর পাহাড় ধসে পড়লে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।অন্যদিকে বান্দরবান-রাঙ্গামাটি সড়কের পুলপাড়া নামক স্থানে বেইলি ব্রিজ পানিতে তালিয়ে যাওয়ায় এই সড়কে যান চলাচল সকাল থেকে বন্ধ রয়েছে। বান্দরবান কেরানীরহাট সড়কে বাজালিয়া এলাকায় পানি প্রবাহিত হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।এদিকে, পাহাড় ধসে প্রাণহানী ঠেকাতে জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে শহর ও উপজেলাগুলোতে মাইকিং করা হচ্ছে।বান্দরবান পৌরসভার কালাঘাটায় পাহাড় ধসে নিহতের পরিবারকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে।জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা নুরুল আবসার,জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ,সদস্য ক্যা সা প্রু মার্মা উক্ত আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যের তুলে দেন।