মোহাম্মদ আলী বান্দরবান প্রতিনিধি:-পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২০তম বছর পূর্তি উদযাপন উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রঙ্গন হতে শান্তি চুক্তির ২০তম বছর পূর্তি উপলক্ষে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে পূনরায় জেলা প্রশাসক কার্যালয় প্রঙ্গন এসে শেষ হয়।আনন্দ শোভাযাত্রায় বান্দরাবানের জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,বিচার বিভাগ,পার্বত্য জেলা পরিষদ,বান্দরবান সদর উপজেলা প্রশাসন,বান্দরবান পৌর সভা,জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ,বান্দরবান ইসলামিক ফাউনডেশন,বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বান্দরবান,যুব উন্নয়ন অধিদপ্তর,সমাজ সেবা অধিদপ্তর,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,বান্দরবান ক্ষুন্দ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট,জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়,মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট,জেলা নির্বাচন অফিস,রূপালী ঋণদান ও সঞ্চয়ী সমবায় সমিতি,সহ সরকারী আধা সরকারী,বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহণ করে।আনন্দশোভাযাত্রায় শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রর্দশনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক এর সভাপতিত্বে আনন্দ শোভাযাত্রায় ও অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোঃশওকত আলী,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,বান্দরবান জোন এর জোন কমান্ডার লেঃকর্ণেল মশিউর রহমান জুয়েল পিএসসি, বিজিবি বান্দরবান সেক্টর জিএসও-২ মেজর গৌতম কুমার রায়,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,অতিরিক্তি জেলা প্রশাসক দিদারে আলম মোঃমাকসুদ চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুফিদুল আলম,বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,সদর ইউএনও শারমিন আক্তার,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মোঃশফিকুর রহমান,রেডক্রিসেন্ট সুসাইটির সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গীর,সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইচ প্রু মাস্টার,ক্ষুদ্র নৃ গোষ্ঠী ইনস্টিটিউট পরিচালক মং নু চিং,এনএস আই উপ-পরিচালক মোঃশাহজাহান,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃসোহরাব হোসেন।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তংচঙ্গ্যা,পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো,পার্বত্য জেলা পরিষদের সদস্য ফিলিপ ত্রিপুরা,পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্রাসা খিয়াং,১নং রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্য অং প্রু মার্মা,২নং কুহালং ইউপি চেয়ারম্যান সানু প্রু মার্মা,৩নং বান্দরবান সদর ইউপি চেয়ারম্যান সাচ প্রু মার্মা সাবু,৪নং সূুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যানু মারমা,প্যানেল চেয়ারম্যান মোঃজসিম উদ্দিন,৫নং টংকাবতী ইউপি চেয়ারম্যান প্লুকান মার্মা ও সকল ইউপি মেম্বারগন,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং,সাবেক সুয়ালক ইউপি চেয়ারম্যান রাংলাই ম্রো,বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম,আবুল হোসেন,সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইসমাইল,প্রেস ক্লাব এর সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মনু,প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা,সাংবাদিক মোহাম্মদ আলী,সহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন। বক্তারা বলেন,পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২০তম বছর পূর্তি সরকার অত্যান্ত ঝাকঁজমকপূর্ণ ভাবে উদযাপন করা হচ্ছে সারা দেশে।১৯৯৭ সালে ২রা ডিসেম্বর এই শান্তি চুক্তি সাক্ষরিত হয়েছিল,শান্তিচুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়ন করেছে সরকার,বাকি ধারা গুলো আলাপ আলোচনা করে বাস্তবায়ন করা হবে।শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকার অত্যান্ত আন্তরিক।শান্তিচুক্তির ফলে পার্বত্য জেলায় উন্নয়নের জোয়ার সৃস্টি হয়েছে,এই উন্নয়নের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.