

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির উদ্যোগে গরীব ও দুস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।গতকাল মঙ্গলবার (৪ জুন) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির বান্দরবানস্থ বাসভবনের সামনে গরীব ও দুস্থ অসহায়দের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।এসময় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে গরীবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পুত্র রবিন বাহাদুর,কন্যা ভেনাস বাহাদুর।এসময় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, মহিলা আওয়ামীলীগের নেত্রী এমেচিং মারমা,সাবেক জেলা ছাত্রলীগ নেতা খলিলুর রহমান সোহাগ,সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মহিউদ্দিন সহ প্রমুখ।এসময় পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ৮’শত অসহায় ও হতদরিদ্র পরিবারদের মাঝে এক কেজি সেমাই,এক কেজি এক কেজি চিনি, কিসমিস, বাদাম,এক প্যাকেট নুডলস এবং একটি করে নারিকেল বিতরণ করা হয়।