

বান্দরবান এ জেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্লাটিনাম জয়ন্তী পালিত হয়েছে।রোববার (২৩ জুন) সকাল ৭টায় দলীয় কার্যালয়র সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।শুরুতেই বঙ্গবন্ধু মুক্তমঞ্চে নির্মিত জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠান এ পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।দিবস ঘিরে কয়েক হাজার ছিন্নমূল হতদরিদ্র পথচারীর মাঝে উন্নতমানের খাবার বিতরন করা হয়।এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা আওয়ামী লীগ সভাপতি ক্যশৈহ্লা।জেলা আওয়ামীলীগের সহসভাপতি মো.শফিকুর রহমান,সাধারন সম্পাদক লক্ষীপদ দাশ,পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এছাড়াও দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।দিনব্যাপী আয়োজনে বর্ণাঢ্য আনন্দ র্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কেক কাটা হয়।জেলা ও উপজেলার আওয়ামী লীগ,যুবলীগ,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ,কৃষক লীগ,মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।