

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বান্দরবানে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।শ্রদ্ধার সাথে স্বরণ করা হয়েছে দেশের জন্য তাদের আত্মত্যাগের কথা।দিবসটি উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন,বান্দরবান জেলা আওয়ামীলীগ আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি পালন করে।শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৩ টায় বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম,অতিরিক্ত পুলিশ সুপার মো.কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম হোসেন,জেলার সিভিল সার্জন ডা.অংশৈপ্রু।আলোচনা সভায় প্রধান অতিথি দাউদুল ইসলাম,দেশের জন্য শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞতার সাথে স্বরণ করেন।এসময় বান্দরবান জেলা শিল্পকলা একাডেমির শিশু শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।এদিকে শনিবার বিকাল ৪ টায় বান্দরবান জেলা আওয়ামীলীগ কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভার আয়োজন করে বান্দরবান জেলা আওয়ামীলীগ।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র ইসলাম বেবী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক অজিত দাশ,কাউন্সিলর হাবিবুর রহমান খোকন,যুবলীগ সদস্য সচিব ওমর ফারুক,কৃষকলীগ আহবায়ক প্রজ্ঞাসার বড়ুয়া পাপন প্রমুখ।দিবসটি উপলক্ষে বান্দরবান জেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এম.এইচ.শাকের এর নেতৃত্বে বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা কলেজ চত্বরে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচী পালন করেন।এছাড়াও বান্দরবানের প্রতিটি উপজেলায় স্ব স্ব উপজেলা প্রশাসন দিবস উপলক্ষে নানা আয়োজনে শহীদদের স্বরণ করে এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে।