নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগ এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বান্দরবান জেলা আওয়ামীলীগ।বৃহস্পতিবার (২৩ জুন) দিবসের প্রথম প্রহরে ভোর ৬ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এরপরই বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।সকাল ৭টায় জেলা কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় ১ হাজার দুস্থদের মাঝে খাবার বিতরণ করে আওয়ামীলীগ।জেলা আওয়ামীলীগ এর সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক লক্ষীপদ দাস সিএইচটি টাইমস ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।এছাড়া জেলা আওয়ামীলীগ এর উদ্যোগে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আওয়ামীলীগ এর জাতীয় পরিষদ সদস্য আব্দুর রহিম চৌধুরী এর সভাপতিত্বে আয়োজিত দিনব্যাপী এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ এর সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.শফিকুর রহমান।
দিবস উদযাপনের এসব কর্মসূচি তে বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মো.ইসলাম বেবী,সহসভাপতি দিপ্তী কুমার বডুয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস,পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাসসহ নানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সমাবেশ শেষে কেকে কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন দলের নেতাকর্মী ও সমর্থকরা।