

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামী শুদ্ধতা এ স্লোগান কে সামনে রেখে বান্দরবানে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।দিবস উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে কুলসুম।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন,সমন্বিত কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো.রিয়াজ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা,একেএস এর প্রধান নির্বাহী ডনাই প্রু নেলী প্রমুখ।আলোচনা সভার শুরুতেই সবাই মিলে শপথ করি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচ মং।সভায় বক্তারা বলেন,সুশাসিত বাংলাদেশ গড়তে হলে দেশে আইনের শাসন ও জবাবদিহিতামূলক প্রাতিষ্ঠানিক কার্যক্রম প্রতিষ্ঠার কোনও বিকল্প নাই।তাই রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান কে বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থা,প্রশাসন, বিচার প্রক্রিয়া,নির্বাচন কমিশন ও মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা,বস্তুনিষ্ঠ,দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে।গণমাধ্যম ও দেশবাসীর স্বাধীন মত প্রকাশের অধিকার অক্ষুন্ন রাখতে হবে।দেশের প্রতিটি সেক্টরে জবাবদিহিতা থাকতে হবে।আমাদের আজকের শপথ হোক আমরা নিজেরাও দুর্নীতি করবো না এবং অন্য কেউ দুর্নীতি করলে বা করার চেষ্টা করলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করব।সকল দুর্নীতিকে সামাজিক ও পারিবারিকভাবে প্রতিরোধ করবো।আলোচনা সভা ছাড়াও দিবসের প্রথম প্রহরে বান্দরবান জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন এর আয়োজনে দিবস উপলক্ষে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।এছাড়াও র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।দিবস উপলক্ষে বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে এদিন পুরষ্কার বিতরন করা হয়।এছাড়াও বান্দরবান এর প্রতিটি উপজেলায় নানা আয়োজনে দিবসটি পালন করা করছে দুর্নীতি প্রতিরোধ কমিটি।