নারীর জন্য বিনিয়োগ,সহিংসতা প্রতিরোধ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।দিবসটি উপলক্ষে শনিবার (২৫ নভেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর বান্দরবান এর উপ-পরিচালক আতিয়া চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ফজলুর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাসসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন এনজিও নারী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।এর আগে একটি র্যালী অনুষ্ঠিত হয়।বিএনকেএস,ওয়ার্ল্ড ভিশন,গ্রাউসসহ বেশকয়টি স্থানীয় ও আন্তর্জাতিক এনজিও সংস্থা আয়োজনে সহযোগিতা করছে।১৫ দিনের এই কর্মসূচিতে থাকবে সভা,সমাবেশ, সেমিনারসহ নানা আয়োজন।