

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে জেলা ছাত্রলীগ। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রথম পর্ব।পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বান্দরবান শহরের রাজার মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়।শোভাযাত্রায় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়।শোভাযাত্রায় ছাত্রলীগ ছাড়াও জেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরাও অংশ নেয়। পরে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আয়োজন করা হয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের।প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের নেতা শফিকুর রহমান,আবদুর রহিম চৌধুরী,পৌর মেয়র মো.ইসলাম বেবী,একে এম জাহাঙ্গির,জেলা ছাত্রলীগের সভাপতি কাওছার সোহাগ,ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশিল,সাবেক ছাত্রলীগ সভাপতি রাশেদ চৌধুরীসহ আরো অনেকে।এছাড়াও জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।