বান্দরবান শহরের বিভিন্ন নদী-নালা,খাল-বিলের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।সোমবার ( ২৩ ডিসেম্বর) দুপুরে বান্দরবান সদরের অফিসার্স ক্লাব সংলগ্ন মিচকি খালের উপর প্রথমে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় মিচকি খালের উপর অবৈধভাবে নির্মাণাধীন কয়েকটি স্থাপনা ভেঙ্গে ফেলা হয়।অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দেখে অবৈধ দখলদারদের অনেকেই তাদের বেশ কিছু মালামাল নিয়ে সরে যেতে চেষ্টা করে।
এসময় উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. রাকিবুল হাসান।তিনি জানান,আজ থেকে সারাদেশের মত বান্দরবান শহরের বিভিন্ন নদী-নালা,খাল-বিলের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. রাকিবুল হাসান আরো জানান,বান্দরবানে ২৯ টি অবৈধ স্থাপনার তালিকা এই পর্যন্ত করা হয়েছে এবং উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে আরো তালিকা তৈরি করা হবে এবং নদী নালা ও খালের পাড়ের সমস্ত স্থাপনা ভেঙ্গে দেওয়া হবে।
এদিকে র্দীঘদিন পরে হলেও বান্দরবান শহরের নদী-নালা,খাল-বিলের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করায় প্রশাসনকে স্বাগত জানিয়েছে সুশীল সমাজের প্রতিনিধিরা।