

বান্দরবানে নতুন করে আরও ২৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা।
এদিকে বুধবার (১৭ জুন) বান্দরবানে ১৭ জন করোনা শনাক্ত হয়।স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবান জেলা থেকে ১৮৭টি নমুনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে আরও ২৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে জেলা সদরে ২৩ জন ও লামা উপজেলায় ৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৩৯ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, ১৮৭টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে এতে ২৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। তিনি আরো বলেন, স্বাস্থ্য বিধি না মানার কারণে করোনা সংক্রমণের হার দিন দিন বাড়ছে। সবাই স্বাস্থ্য বিধি মেনে চললে সংক্রমণ কমে আসবে।উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ১০ জুন বান্দরবান পৌরসভা, সদর ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করে অনির্দিষ্টকালের জন্য লকডাউন করে জেলা প্রশাসন।