

মোহাম্মদ আলী, (বান্দরবান প্রতিনিধি):-
২০১৬-২০১৭ অর্থ বছরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণায় হতে প্রদত্ত বান্দরবান জেলার গরীব-দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।গতকাল শুক্রবার সকাল ১১টায় পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের বান্দরবানস্থ বাস ভবনে এর আয়োজন করা হয়।বান্দরবান জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা এর সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন,পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।বিতরণ অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার ৪.৫.৬ নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর সালেহা বেগম,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক আলেয়া আক্তার মণি প্রমুখ।জেলার ৫৫ জন প্রশিক্ষণ প্রাপ্ত দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়।প্রধান অতিথি বলেন,দেশের জন সংখ্যার অর্ধেক মহিলা,এই মহিলাদেরকে সরকার বিভিন্ন প্রশিক্ষণ এর মাধ্যেমে দক্ষ জনশক্তিতে রুপান্তর করার জন্য পরিকল্পিত ভাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণায় এর মাধ্যমে তাদের জীবন জীবিকার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।আপনারা এই সেলাই মেশিন এর সঠিক ব্যাবহার মাধ্যমে এলাকার বেকার নারীদের সেলাই কাজ শেখানোর কাজে সাহায্য সহযোগিতা করবেন।বর্তমান সরকার দেশের উন্নয়নে,নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে আগামীতেও এই উন্নয়নের ধারা বাহিকতা অব্যাহত থাকবে।পরে অনুষ্ঠানের সভাপতি সকলকে আন্তরিক ধন্যবাদি জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।