আসন্ন দুর্গাপূর্জা উপলক্ষে বান্দরবানে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।৪ অক্টোবর (বুধবার) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক হল রুমে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, পুলিশ,র্যাব,বিজিবি,আনসার এবং সকল পূজা মণ্ডপ কমিটির সভাপতি সেক্রেটারি সহ স্থানীয় গণ্যমান্য ধর্মীয় নেতাদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বান্দরবানে এবার থাকবে সর্বোচ্চ সতর্কতা এর সাথে দেয়া হয়েছে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু নির্দেশনা।সকলের আন্তরিকতায় বান্দরবানে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালিত হবে বলে উপস্থিত সকলে প্রত্যাশা ব্যাক্ত করেন।
এসময় বান্দরবান জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,বান্দরবান বিজিবি সদর দপ্তর এর অতিরিক্ত পরিচালক (লজিস্টিকস) মেজর মোহাম্মদ মনজুরুল কবীর,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ফজলুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।