

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে এবার অংশ নিল বান্দরবানের শতাধিক ফুটবল খেলোয়াড় ও পুলিশ সদস্য।গতকাল শুক্রবার (১৬ আগস্ট) সকালে শহরের রাজার মাঠ এলাকা থেকে জেলা পুলিশের উদ্যোগে এই অভিযানটি শুরু হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এ সময় সেখানে জেলা প্রশাসক দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার,সিভিল সার্জন ডাক্তার অংশৈ প্রু,অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন,আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাস,সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশসহ উপস্থিত ছিলেন আরো অনেকে।শহরের উজানি পাড়া,মধ্যম পাড়া,কে এস প্রু মার্কেট,চৌধুরী মার্কেটসহ বাজার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালানো হয়।এ সময় নালা-নর্দমা পরিস্কার, বদ্ধ পানিতে ব্লিচিং পাউডার ছিটানো ও ব্লোয়ার মেশিন দিয়ে ডেঙ্গুর ঔষুধ ছিটানো হয়।এই অভিযানে বান্দরবান ফুটবল একাডেমির শতাধিক সদস্য অংশ নেন।এছাড়াও অংশ নেন জেলা পুলিশের কর্মকর্তা ও অন্যান্য সদস্যরা।স্বাস্থ্য বিভাগ জানিয়েছে,বান্দরবানে এ পর্যন্ত ২০ জনেরও বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বান্দরবান সদর হাসপাতালে চারজন চিকিৎসা নিচ্ছে।