

বান্দরবান অফিসঃ-ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমি ও তাৎপর্যের উপর ভিত্তি করে, “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃশফিউল আলমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মোঃআসলাম হোসেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ শফিকুর রহমান।এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার,নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আবুল কাশেম,বীর মুক্তিযোদ্ধা রতন মিয়া সহ সুশীল সমাজের নেতৃবৃন্ধরা।সভায় বক্তারা বলেন,বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৭ এপ্রিল অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ দিন।১৯৭১ সালের এই দিনে মেহেরপুর জেলা শহর থেকে ১২ কিলোমিটার দূরে বাগোয়ান ইউনিয়নের বৈদ্যনাথতলায় ভবেরপাড়া গ্রামে গঠিত হয়েছিল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার। ‘স্বাধীন বাংলা বিপ্লবী সরকার’ হিসেবে পরিচিত মুক্তিযুদ্ধকালীন এ সরকারের দক্ষ নেতৃত্ব ও পরিচালনায় মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল বিজয়ের মধ্য দিয়ে জাতি লাভ করে স্বাধীনতা।১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের।মুক্তিযুদ্ধের এই ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।বিশ্বের বুকে বাংলাদেশ যতদিন থাকবে ঐতিহাসিক মুজিবনগর দিবসও ততদিন চির অম্লান হয়ে থাকবে।