

বান্দরবানে জেলা প্রশাসনের কর্মচারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেয়েছে।মঙ্গলবার (৯ এপ্রিল) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহ্ মোজাহিদ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ঈদুল ফিতরের এই উপহার জেলা প্রশাসনে কর্মরতদের হাতে তুলে দেন।জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে কুলসুম,নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শেখ আব্দুল্লাহ আল মামুন এসময় উপস্থিত ছিলেন।এসময় ঈদ উপহার বিতরনকালে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায়ের ঈদ উপহার হিসেবে জেলা প্রশাসনে কর্মরত ১১৮ জন কর্মচারীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরন করা হচ্ছে তুলে।তিনি আরও বলেন,জেলা প্রশাসনে কর্মরত কর্মচারীরা অনেক জায়গায় যেহেতু যেতে পারেন না সুতরাং তাদের জন্য যতটুকু সম্ভব সহায়তার হাত বাড়িয়ে দিতে আহবান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরই অংশ হিসেবে এই মহতী কার্যক্রমটি বান্দরবান জেলা প্রশাসন সম্পন্ন করলো