

বান্দরবানে জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশমূখে নবনির্মিত “স্মৃতি ৭১ তোরণ” উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৬ জানুয়ারী) সকালে নান্দনিক স্থাপত্যশৈলী তে নির্মিত এই তোরণ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মো.মাহবুব হোসেন।এসময় ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোঃ আঃ আব্দুল হামিদ জমাদ্দার,জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন,পুলিশ সুপার সৈকত শাহীনসহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এছাড়াও গণপূর্ত প্রকৌশল বিভাগের কর্মকর্তা ও সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।এদিন জেলা প্রশাসন চত্বরে একটি চারা রোপন করেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মো.মাহবুব হোসেন।প্রসঙ্গত,২০২৩ এর ২৮ মার্চ তৎকালীন জেলা প্রশাসক ও বর্তমানে যুগ্নসচিব ইয়াছমিন পারভীন তিবরীজি “স্মৃতি ৭১ তোরণ” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেেন।এবিষয়ে সেসময় ভিত্তি প্রস্তর স্থাপনকালে ইয়াছমিন পারভীন তিবরীজি বলেছিলেন, অপার সৌন্দর্য্যের লীলাভূমি পার্বত্য জেলা বান্দরবান।দেশের সবচেয়ে বেশি জাতিগোষ্ঠীর বসবাসও বান্দরবান জেলায়।সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধন এই জেলার মানুষ দেশজুড়ে পরিচিত।বারো জাতির ঐকতান-সম্প্রীতির বান্দরবানে আগামীর স্মার্ট বাংলাদেশের স্মার্ট প্রজন্মকে মহান মুক্তিযোদ্ধের ইতিহাস ঐতিহ্য তুলে ধরবার জন্য জেলা প্রশাসন বান্দরবানের এমন উদ্যোগ ও প্রয়াস।তাছাড়া বছরজুড়ে বান্দরবানে প্রচুর পর্যটক ভ্রমন করেন।পর্যটকরাও তোরণটি উপভোগ করবে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায় জেলা প্রশাসন বাস্তবায়িত তোরণ নির্মানে সার্বিকভাবি সহযোগিতা করেন বান্দরবান গণপূর্ত বিভাগ।