বান্দরবানে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম,সুয়ালক এর দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য জেলা প্রশাসক এর উপহার হিসেবে পবিত্র ঈদুল ফিতর ও মাহা সাংগ্রাই এর বিশেষ উপহার (পোশাক) হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৪ এপ্রিল) জেলা প্রশাসন কার্যালয় সম্মেলন কক্ষে বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বান্দরবান সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিত মজুমদার দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, সুয়ালক এর শিক্ষার্থীদের পক্ষে এসব উপহার গ্রহন করেন।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম.মনজুরুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে কুলসুম উপস্থিত ছিলেন।এদিকে একই দিন বৃহস্পতিবার বিকেলে বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা নিজ কার্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মো.ইমতিয়াজ উল ইসলাম (শুভ) কে ঈদুল ফিতরের এই শুভেচ্ছা উপহার তুলে দেন।এসময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।উল্লেখ্য,জনসেবায় জনপ্রশাসন এই প্রতিপাদ্য কে সামনে রেখে বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর সার্বিক দিক-নির্দেশনায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এসব উপহার বিতরন করছে প্রশাসন।এরই ধারাবাহিকতায় বান্দরবান সদরের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম,সুয়ালক এর ৩ মুসলিম শিক্ষার্থীকে ঈদুল ফিতর এবং ৬ শিক্ষার্থীকে বৌদ্ধ ধর্মালম্বীদের মাহা সাংগ্রাই এর উপহার বিতরন করা হচ্ছ।
প্রসঙ্গত,ইতিপুর্বে অত্র প্রতিষ্ঠানের এক কৃতি শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছাত্র সুকেল তঞ্চঙ্গ্যাকে বিশ্ব প্যারা অলিম্পিক গেমস ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন করার নিমিত্তে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন বান্দরবানের তৎকালীন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।