

নওগাঁ মেডিকেল কলেজে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থী ক্য ক্য উঁয়া মার্মা এর পাশে দাঁড়ালেন বান্দরবান এর জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।বিশেষ বিবেচনায় অত্যন্ত দ্রুততার সাথে নওগাঁ মেডিকেল কলেজে ভর্তির জন্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা এর প্রত্যন্ত ০৪নং দোছড়ি ইউনিয়নের মেধাবী ছাত্র ক্য ক্য উঁয়া মার্মা এর আবেদনের প্রেক্ষিতে কয়েক ঘন্টার মধ্যেই জেলা প্রশাসক “স্থায়ী বাসিন্দা সনদ” প্রদান করা হয়।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক বরাবরে অদম্য এই মেধাবী শিক্ষার্থী স্থায়ী বাসিন্দা সনদ পাওয়ার আবেদন করেন।একইদিন সন্ধ্যায় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন নিজ হাতে স্থায়ী বাসিন্দা সনদ পত্রটি ক্য ক্য উঁয়া মার্মা এর হাতে তুলে দেন।জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নবাব আলী বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান,দ্রুততার সাথে দাপ্তরিক সকল কার্যক্রম সম্পন্ন করে স্থায়ী বাসিন্দা সনদপত্র টি তাকে প্রদান করা হয়েছে।জানা যায়,কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রাক্তন এই শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় নওগাঁ মেডিকেল কলেজ এর মেরিট তালিকায় মনোনিত হন।মেরিট স্কোর ছিলো ২৩৯.৯৫ এবং ৪৩.২৫ ছিলো টেস্ট স্কোর।বাবা-মা হারা দুই ভাই-এক বোনের পরিবারে নাইক্ষ্যংছড়ির ধুংড়ি হেডম্যানপাড়ায় ভাইবোনদের সাথে ক্য ক্য উঁয়া মার্মার বসবাস।ক্য ক্য উঁয়া মার্মা জানিয়েছেন,পড়াশোনা শেষ করে একজন চিকিৎসক হিসেবে তিনি বান্দরবানের মানুষের জন্য কিছু করার স্বপ্ন দেখেন।এসময় তিনি দ্রুততার সাথে স্থায়ী সনদ প্রদান করায় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন ও জেলা প্রশাসন কে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানান।সবার কাছে তিনি আশীর্বাদ কামনা করেন এবং উল্লেখ করেন মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) স্থায়ী বাসিন্দা সনদ পত্রটি যদি সময়মতো না পেতেন তাহলে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) তিনি মেডিকেল কলেজে ভর্তির সুযোগটি পেতেন না।এদিকে সংবাদকর্মী লুৎফুর রহমান (উজ্জ্বল) এর সার্বিক তত্বাবধানে মঙ্গলবার রাতে নওগাঁর উদ্দেশ্যে বান্দরবান ত্যাগ করেছে ক্য ক্য উঁয়া মার্মা।এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।