

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির উদ্যোগে বঙ্গবন্ধুর “সোনার বাংলা” বিনির্মাণে সোনার মানুষ গড়ার প্রত্যয়ে আয়োজিত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) অরুণ সারকী টাউন হলে আয়োজিত এই উদ্ধুদ্ধকরণ সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত গবেষক,ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক,বাংলাদেশে গনিত অলিম্পিয়াড আয়োজনের অন্যতম পথিকৃৎ,বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক,বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিশটিংগুউইশড প্রফেসর ড.মোহাম্মদ কায়কোবাদ।জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি’র সভাপতিত্বে আয়োজিত উদ্বুদ্ধকরন সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল কুদ্দুস ফরাজী (পিপিএম),জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান ও রেজওয়ানা চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।একই দিন দুপুরে তিনি বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।এবিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান বলেন, বান্দরবানের সম্মানিত জেলা প্রশাসক চলতি বছর বিভিন্ন মাসে বিভিন্ন উপলক্ষে বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিত্বদের বান্দরবানে আমন্ত্রণ প্রদান করবেন এবং তাদের নিকট বিজ্ঞান,সাহিত্য,মুক্তিযুদ্ধ,ইতিহাস সংক্রান্ত বিভিন্ন জ্ঞানগর্ভ বক্তব্য শুনে বান্দরবানের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এক বছর মেয়াদি কর্মসূচি প্রণয়ন করেছেন।এই কর্মসূচির নাম “বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সোনার মানুষ গড়ার প্রত্যয়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচি”।নীতি নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ার লক্ষ্যে, তরুণদের জ্ঞানে গুণে মহিমান্বিত করার উদ্দেশ্যে এই কর্মসূচিটি নেয়া হয়েছে।এ কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে তরুণ প্রজন্মকে বিজ্ঞান,নেতৃত্বগুণ, দেশপ্রেম,মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা।
ইতিমধ্যে মহান একুশে ফেব্রুয়ারি ২০২২ উপলক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক আবুল মোমেনকে ভার্চুয়ালি সংযুক্ত করা হয়েছে।এর উদ্দেশ্য ছিলো ভাষার তাৎপর্য এবং সাহিত্যের গভীরতা সবার সামনে উন্মোচন করা।তিনি বলেন,সম্মানিত জেলা প্রশাসকের দিকনির্দেশনায় পর্যায়ক্রমে বিভিন্নক্ষেত্রে মহীয়ান ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে বান্দরবানের তরুণ প্রজন্মকে গুণী ব্যক্তিদের সান্নিধ্যে এনে তাদের মধ্যে বিজ্ঞান,সাহিত্য,মুক্তিযুদ্ধ সম্পর্কে আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে জেলা প্রশাসন এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।