

নিউজ ডেস্কঃ-বান্দরবানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।গতকাল শুক্রবার (৯ নভেম্বর) রাতে বান্দরবান জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক সভায় উক্ত কমিটি গঠন করা হয়।বান্দরবানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লাকে সভাপতি এবং পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম বেবীকে সদস্য সচিব করে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর বলেন, ‘বান্দরবান আসনে আওয়ামী লীগের নির্বাচনি প্রচার-প্রচারণার কাজ শুরু হয়ে গেছে।জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক বীর বাহাদুর উশৈসিং এমপি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।এসময় দলীয় মনোনয়ন সংগ্রহ করা অন্যদের নিয়ে তিনি বলেন,যারা দলীয় মনোনয়ন নিয়েছেন,তারা আসলে আওয়ামী লীগের কেউই নয়।তারা ব্যক্তি উদ্যোগেই দলীয় ফরম সংগ্রহ করেছেন।ষষ্ঠবারের মতো নৌকা প্রতীকে বীর বাহাদুর উশৈসিং এমপিকে জয়ী করতে মাঠে নেমেছেন জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।অন্যদের নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।’