বান্দরবানে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ জানুয়ারি রবিবার সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলণ কক্ষে জেলা প্রশাসনরে আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলামরে সভাপতিত্বে জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরিন আক্তার , সিভিল সার্জন ডাক্তার অংসুইপ্রু মারমা, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, সদর উপজলো র্নিবাহী র্কমর্কতা নোমান হোসেন প্রিন্স সহ সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের র্কমর্কতাবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা বান্দরবান জেলার বিভিন্ন সমসাময়িক বিষয় সর্ম্পকে আলোচনা করেন এবং মুক্ত আলোচনার মাধ্যমে বান্দরবানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলরে সহযোগিতা কামনা করনে।
অতিথিরা বলেন সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে বান্দরবানের উন্নয়ন খুব দ্রুত ত্বরান্বিত হবে এবং পর্যটন নগরী হিসেবে সমগ্র বিশ্বের মাঝে পরিচিতি লাভ করবে। যার মাধ্যমে উন্নত হবে বান্দরবান জেলা শহর এবং সমৃদ্ধশালী হবে বাংলাদেশের পর্যটন শিল্প।
পরিশেষে অতিথিরা পর্যটন শিল্পের পাশাপাশি অন্যান্য বিভিন্ন দিক বিবেচনা করে বান্দরবানের আইন -শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি সুষ্ঠুভাবে পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেন।