

বান্দরবান অফিসঃ-“শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালন করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় বিদ্যুৎ ও জ¦ালানী বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কার্যালয়ের সভাকক্ষে গিয়ে শেষ হয়। র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। পরে বিশ্ব বিদ্যুৎ ও জ¦ালানী সপ্তাহ উপলক্ষ্যে বিদ্যুৎ বিভাগের আয়োজনে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকোশলী চিংহ্লা মং মারমা সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলী হোসেন,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভপতি আব্দুর রহিম চৌধুরী,রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী আলহাজ্ব একে.এম জাহাঙ্গীর,বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃনোমান হোসেন,বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্ছু বান্দরবান জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচ মং মারমা সহ বিভিন্ন সরকারী বেসরকারী কার্যালয়ের কর্মকর্তা ও বিশিষ্টজনেরা।সভায় বক্তারা বলেন,বিদ্যুৎ আমাদের দৈনন্দিন জীবনে একটা চালিকা শক্তি আর এই বিদ্যুৎ ছাড়া কোন কিছুই কল্পনা করতে পারি না। এক মুর্হুত্ব বিদ্যুৎ ছাড়া বর্তমান জন জীবন প্রান হীন হয়ে উঠে।তাই বিদ্যুৎ এর অপচয় রোধ করে এর সঠিক ব্যাবহার সম্পকে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি করে জনসাধারনকে দেশের জাতীয় সম্পদ রক্ষায় এগিয়ে আসার আহব্বান জানান।