

বান্দরবান অফিসঃ-বান্দরবানে জাতীয় পাসপোর্ট সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রতিটি জেলার ন্যায় বান্দরবান জেলায় গতকাল সকালে পাসপোর্ট সপ্তাহের শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।এই সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান আঞ্চলিক পাসপোর্ট অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক মোঃসাজ্জাত হোসেন, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন,বান্দরবান টিটিসি এর সিনিয়র ইন্সিটেক্টর আব্দুল হামিদ,সাংবাদিক মোহাম্মদ আলী,জেলা পাসপোর্ট অফিসের রের্কড কিপার মোঃআবু তাহের,সুশিল সমাজের প্রতিনিধিরগণ,পাসপোর্ট প্রত্যাশী ব্যাক্তিগর্ব,জেলা পাসপোর্ট অফিসের অন্যান্যরা উপস্থিত ছিলেন।০৩ ফ্রেব্রুয়ারি থেকে ০৯ ফেব্রুয়ারী পযর্ন্ত এই পাসপোর্ট সেবা সপ্তাহ চলবে।প্রধান অতিথি বলেন, “পাসপোর্ট নাগরিক অধিকার” নিঃসার্থ সেবাই সরকারের অঙ্গিকার,বর্তমান সরকার জনগনের সুবিধার্থে প্রতিটি জেলায় এই সেবা প্রদানের সু-ব্যবস্থা করেছে।সহকারী উপ-পরিচালক মোঃ সাজ্জাত হোসেন জানান,২০১৪ সালে বান্দরবানে প্রথম আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্ধোধন করা হয়। শুরু হতে এখন পযন্ত ৭৬২৪ টি পাসপোর্টের আবেদন জমা নেওয়া হয় এবং ৭০৯৩ টি পাসপোর্ট বিতরন করা হয়।এই পর্যন্ত সর্বমোট ২কোটি ৬৪লক্ষ ৯ হাজার ৫৩০/-টাকা সরকারের রাজস্ব আয় হয়েছে বলে জানান।সকলের আন্তরিকতা ও সহযোগীতা পাশে থাকলে জনগনকে সুষ্ঠ সেবা প্রদান করে দেশকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন সহাকারী উপ-পরিচালক।