

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে নানা আয়োজনে খ্রিস্টান সম্প্রদায়ের প্রাক-বড়দিন উদযাপিত হয়েছে।এই উৎসবে বান্দরবানের ১১টি সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেন।গতকাল মঙ্গলবার সকালে শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে কেক কাটা ও প্রার্থনার মধ্য দিয়ে উৎসব শুরু হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।লুসাই সম্প্রদায়ের নেতা অধ্যাপক থানজামা লুসাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন,অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম,অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন,আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান ও সাধুরাম ত্রিপুর মিল্টন,জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ প্রমুখ।বান্দরবানের বিভিন্ন এলাকার বম ত্রিপুরা, লুসাই খুমিসহ খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন উৎসবে যোগ দেন।সভায় প্রতিমন্ত্রী বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান থাকায় বান্দরবানে সর্বত্র উন্নয়ন সম্ভব হচ্ছে। শান্তিও বিরাজ করছে এই এলাকায়।তিনি এলাকার উন্নয়নে সকল সম্প্রদায়কে একযোগে কাজ করার আহ্বান জানান।পরে অনুষ্ঠানে বড়দিনের কেক কাটা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।