বান্দরবানে ক্ষতিপূরণের এল.এ চেক পেলেন ১১ ভূমি মালিক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১০ এপ্রিল, ২০২৩ ২:৩৩ : অপরাহ্ণ 535 Views

বান্দরবানে ভূমি অধিগ্রহণ এ ক্ষতিগ্রস্ত ১১ জন ভূমি মালিকের হাতে ক্ষতিপূরণের তেষট্রি লাখ ছত্রিশ হাজার আটশত বাহাত্তর টাকার চেক হস্তান্তর করা হয়েছে।সোমবার (১০ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের কাছে চেক বিতরণ করেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম।এসময় রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) অরুপ রতন সিংহ সহ ভূমি মালিকরা উপস্থিত ছিলেন।

এদিন লামা উপজেলা এর ছয়জন,নাইক্ষ্যংছড়ি উপজেলা এর চারজন এবং সদর উপজেলা এর একজন ভূমি মালিক এল.এ.চেক গ্রহন করেন।এবার নাইক্ষ্যংছড়ি উপজেলা এর বাসিন্দা নুরুল আবছার সর্বোচ্চ উনত্রিশ লাখ নয় হাজার সাতশত ছেষট্রি টাকার চেক পেয়েছেন।এবিষয়ে জেলা প্রশাসন এর কর্মকর্তারা জানান,সরকার এর উন্নয়নমূলক কাজে যাদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে তাদের ১১জন কে আজ চেক দেওয়া হলো।ক্ষতিপূরন এর চেক বিতরন কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া এবং এটি অব্যাহত আছে।

জানা যায়,ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি জমির প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা প্রশাসক কার্যালয় এর এলএ শাখায় যোগাযোগ করলে অতি সহজে স্বল্প সময়ের মধ্যে ক্ষতিপূরণ পাবেন।তবে কোনো প্রকার দালাল বা তৃতীয়পক্ষ না ধরারও আহবান জানিয়েছে জেলা প্রশাসন এর সংশ্লিষ্ট কর্মকর্তারা।এদিকে ক্ষতিপূরণ এর এল.এ চেক হাতে পেয়ে সন্তুষ্টি জানিয়েছে ক্ষতিগ্রস্থ ভূমি মালিকরা।কোনও প্রকার হয়রানি ছাড়াই দ্রুত সময়ে চেক পাওয়ায় জেলা প্রশাসনকে কে প্রশংসায় ভাসিয়েছেন দুরদুরান্ত থেকে আসা এসব ভূমি মালিকরা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!